কালের স্বাক্ষী বহন কারী কপোতক্ষ নদীর তীরে গড়ে উঠা কোটচাঁদপুর উপজেলার একটি ঐ তিহ্যবাহী অঞ্চলহলো ২ নং দোড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ দোড়া উনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ২ নং দোড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৩৭.০8(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ২১১৫৮ জন (প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১৮টি।
ঙ) মৌজার সংখ্যা– ১৬টি।
চ) হাট/বাজার সংখ্যা-5টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা।
জ) শিক্ষারহার– ৫৬%।(২০০১ এরশিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- 10টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি,
মাদ্রাসা- ১ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান: মো: কাবিল উদ্দীন বিশ্বাস
ঞ) গুরুত্বর্পূণধর্মীয়স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– বকুল সিটি পার্ক।
ঠ) ইউপি ভবন স্থাপন সচল– ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদে নবিনবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ২৫/০৫/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ– ২৪/০৮/২০১৬ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ – ২৩/০৮/২০২১ইং
ঢ) গ্রাম সমূহেরনাম–
ধোপাবিলা ভোমরাডাঙ্গা চুযাডাঙ্গা
লক্ষীপুর মল্লিকপুর সুয়াদী
দয়ারামপুর নওদাছয়খাদা ছয়খাদা
শ্রীরামপুর দোড়া, গরসুতি
ভগবানপুর পাঁচলিয়া সারৃটিয়া
শিবনগর বাঙ্গালীপুর রুদ্রপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।
২) ইউনিয়ন পরিষদস সচিব– ১জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ১জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০ জন।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)